রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফের মহাসড়ক অবরোধ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়কে আবারো অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এতে ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু'পাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা-উত্তরবঙ্গ ও বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায়। এতে প্রায় ২ ঘন্টা ধরে যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে। এ দাবিতে ২৬ জুলাই থেকে মানববন্ধন, প্রতীকী ক্লাসসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন ও বাজেট পাসের কার্যক্রম আটকে রয়েছে।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রবির শিক্ষার্থী জাকারিয়া, রায়হান, হৃদয়সহ আরো অনেকে। তারা বিক্ষোভ সমাবেশে বলেছেন, আমাদের দাবি না মানলে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। এজন্য সরকারকে আরো ৪৮ ঘন্টা সময় দেয়া হলো। এরমধ্যে ক্যাম্পাস প্রকল্প ডিডিপি অনুমোদনে সরকার সাড়া না দিলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ বন্ধ করে দেয়া হবে। এজন্য প্রায় ২ ঘন্টা পরে এ মহাসড়ক থেকে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো।

বর্তমানে রবির সমাজবিজ্ঞান, বাংলা, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় ১২শ’ শিক্ষার্থী রয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় ভাড়া নেয়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রবির ক্লাস পরিচালনা করায় শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় ভুগছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।