নকলায় ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও প্রশাসনিক মতবিনিময় সভা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২১:২৭ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও প্রশাসনিক মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নকলার কৃতি সন্তান বিপিন চন্দ্র বিশ্বাস।
রোববার (১০ আগস্ট) দুপুরের দিকে পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা পূর্বক জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন তিনি।
তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম, ডিজিটাল উদ্ভাবন, নাগরিক অংশগ্রহণ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও নথিপত্র পর্যবেক্ষণ শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে জনসেবার মানোন্নয়নে আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম। ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় সংরক্ষিত নারী সদস্য শিল্পী বেগম, ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা; সাধারণ সদস্য রুবেল মিয়া, আনারুল ইসলাম, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু ও উবাইদুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার পাঠাকাটা ইউপির এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট সেলিম রেজা, নারী উদ্যোক্তা তাছলিমা খাতুনসহ ইউপিতে কর্মরত গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
