দিনাজপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মো. রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই মো. আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশি করে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রবিবার বিকেলে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে এসব জব্দের ঘটনা ঘটে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।
এ ঘটনায় দিনাজপুর কোতয়ালি থানায় ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ), ১০(ক) ও ৪১ ধারায় মো. রানাকে পলাতক আসামি এবং মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান।
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
