সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  ‎‎পাবনা প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার বিচারসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, ‎সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল, দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, সদস্য নকিব মাহমুদ জামী, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদসহ অনেকে।

বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের রিপোর্টার সাংবাদিক তুহিন সহ বিগত বছরগুলোতে ও গণ-অভ্যুত্থানের নিহত সাংবাদিকদের বিচারের দাবি জানান। একই সাথে বক্তারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের দাবি জানান।