সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে দুর্গাপুরে প্রতিবাদ সভা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ আগস্ট) রাতে দুর্গাপুর পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মামুন রণবীর, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, সাবেক সাধারণ সম্পাদক কলি হাসান এবং কার্যনির্বাহী সদস্য সৈকত সরকার।

আলোচনাকালে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া সাংবাদিক সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান আলোচকরা।