পীরগঞ্জে বারটানের ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন্নবী মিয়া।
পীরগঞ্জ উপজেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। এতে মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে খাদ্যের প্রয়োজনীয়তা এবং পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
