বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ —এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে পালিত হয়েছে

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল এবং উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ।

ঋণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। আমরা চাই বীরগঞ্জের প্রতিটি যুবক-যুবতী ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক, কর্মসংস্থান তৈরি করুক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখুক। প্রশিক্ষণই পারে তাদেরকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করতে।

আলোচনা সভা শেষে ২৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মাঝে ১৪ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এসময় ১ জন সফল যুব সংগঠকের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

র‌্যালিতে সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জে এস কে এস ও ই এস ডিও এনজিও-সহ শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।