যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে প্রায় ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা পাড়ের মানুষ বন্যার আশঙ্কা করছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডেন উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বাড়ছে। এ নিয়ে তৃতীয় দফায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে যমুনার তীরবর্তী কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং তলিয়ে যাচ্ছে পাটসহ বিভিন্ন ফসল। সেইসাথে যমুনার তীরবর্তী ওই ৫টি উপজেলার নিম্নাঞ্চলের অনেক স্থানে ভাঙন দেখা দিয়েছে। শাহজাদপুর, চৌহালী ও কাজিপুরে ইতোমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ভাঙন স্থানে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড নজর রাখছে ও ব্যবস্থা নিচ্ছে। যমুনা নদীতে আরো কয়েকদিন পানি বাড়তে পারে। তবে এখন বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।
