মহাসড়কে রবির যৌক্তিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ের উপরে রবির শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রবির স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে মহাসড়কে এ সেমিনারের আয়োজন করা হয়।

রবির প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ এবং আলোচনা করেন রবির পরিকল্পনা দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা চন্দন মন্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবির যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। সমস্ত শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবির ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।