মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ঘিরে প্রস্তুতি, মতবিনিময় সভা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:২৫ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আসন্ন ঐতিহ্যবাহী নৌকাবাইচ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ আগস্ট শহরের কালীগঙ্গা নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
নৌকাবাইচের সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি সভায় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন, “নৌকাবাইচ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের মাধ্যমে যেন আমরা সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে পারি, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, যেকোনও পরিস্থিতিতে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। একইসাথে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত বক্তারা নৌকাবাইচ চলাকালীন সময়ে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। নদীর দুই পাড়ে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন।
