ব্রাহ্মণবাড়িয়ায় বিআরজেএ’র নতুন কমিটি গঠন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৩১ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান দেশ রূপান্তর-এর মাঈনুদ্দীন রুবেল।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিআরজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃত্বে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি হান্নান খাদেম (নিউ এইজ), সহ-সভাপতি বাবুল সিকদার (চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক হৃদয় (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান নিটল (দৈনিক বায়ান্ন), অর্থ সম্পাদক মো. খোকন মিয়া (বৈশাখী টেলিভিশন), দফতর সম্পাদক মাজহারুল করিম অভি (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক খন্দকার শফিকুল আলম (দৈনিক মানবকণ্ঠ), নির্বাহী সদস্য মো. রোকন উদ্দিন (দৈনিক সংগ্রাম) ও মো: লোকমান হোসেন (ফোকাস বাংলা) পদে নির্বাচিত করা হয়েছেন।
নতুন কমিটি মফস্বল সাংবাদিকতার উন্নয়ন ও সদস্যদের অধিকার রক্ষায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
