কক্সবাজারে ১৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে জব্দ করা দুই কোটি ৩৩ হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, ধ্বংস করা এসব মাদকের আনুমানিক মূল্য এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

এতে ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা বড়ি, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন ১৬৯ বোতল ফেন্সিডিল ৫২ কেজি ৮০০ গ্রাম গাজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট ও ৪ কেজি আফিম রয়েছে।

ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।

এ সময় অন্যান্যদের মধ্যে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মো. শাহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।