তাড়াইলে পেঁয়াজের কেজি ৮৫ টাকা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৫:২৮ | অনলাইন সংস্করণ
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ)

বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে। খুচরা পর্যায়ে ১৫-২০ টাকা বেড়ে ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রতিটি বাজারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাড়াইল উপজেলা সদর বাজার পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল বিভিন্ন বাজারে এক কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হয়েছে। তাড়াইল উপজেলার বিভিন্ন খুচরা বাজারগুলোতে চার-পাঁচ দিন আগেও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ কেনা যেত ৬০ থেকে ৬৫ টাকায়। তবে হঠাৎ কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, এ বছর কৃষকের ঘরে মজুত থাকা অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এতে বাজারে পণ্যটির সরবরাহ কমেছে। আবার বৃষ্টির কারণেও সরবরাহে বিঘ্ন ঘটেছে। মূলত এই দুই কারণে পেঁয়াজের দাম এখন বাড়তি।
তাড়াইল সদর বাজারের ব্যবসায়ী মাহতাব উদ্দিন, আঙ্গুর মিয়া বলেন পেঁয়াজের দাম অনেকটা বেড়েছে। খুচরা বাজারে গত সপ্তাহে ৬০ টাকা থেকে ৬৫ টাকা বিক্রি হয়েছে। এখন ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়েছে। মোকাম থেকে আমাদের আড়তে পেঁয়াজ সেভাবে আসতে পারেনি। আমদানিও বন্ধ। চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম। ফলে এ সপ্তাহে পেঁয়াজের দাম পাইকারিতে ১৫-২০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা আরও বলেন, মোকামের ওপর নির্ভর করে দেশি পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। কারণ কৃষকের সংরক্ষণ করা পেঁয়াজ দিয়ে বড়জোড় এক মাস চলবে। এ অবস্থায় পেঁয়াজ আমদানি শুরু না হলে দাম কমবে না। এছাড়া নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসা শুরু করলে দাম কমবে।
তারা আরও জানান, গত ৩১ জুলাই খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল ৫৫ টাকা। একদিনের ব্যবধানে ১ আগস্ট কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে বিক্রি হয় ৬০ টাকা। ১৩ আগস্ট বিক্রি হয় ৮৫ টাকায়।
আড়তদারদের দাবি, ভারি বর্ষণ ও মৌসুমের শেষের কারণে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে, পাশাপাশি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার পুরোপুরি দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল। এছাড়া ট্রাক ভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে।
তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ, বৃষ্টি হলেই সরবরাহ সংকটের অজুহাতে তারা বিক্রি কমিয়ে দেয়। এতে বাজার অস্থির হয়ে ওঠে। যার খেসারত দিতে হয় ভোক্তা সাধারণকে। প্রশাসন তদারকি করলে এর লাগাম টেনে ধরা সম্ভব বলে মনে করছেন খুচরা বিক্রেতারা।
