পীরগঞ্জে ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া গ্রেপ্তার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৭:০০ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ২টার পর উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলু মিয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
