রংপুরে হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮:২৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এর আগে, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ারপাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন বাবু। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিচ্ছিলেন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন।
ওসি আতাউর রহমান বলেন, ‘বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার ১ নম্বর আসামি এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার বাবুকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হতে পারে।
