সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি সারমিন খাতুনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে ৩২৮ গ্রাম হেরোইন ছাড়াও নগদ ১ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সারমিন খাতুন এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।