ছাত্রদের ওপর হামলার মামলায় কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।

বুধবার বিকেলে স্থানীয় জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার আসামি রুবাবের বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।