নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈ-মাসিক সভা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২০:৩৮ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সদস্যদের জন্য ত্রৈ-মাসিক এনএনপিসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত। ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত ইউপি সদস্য ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপির সাধারণ সদস্য হামিদুল ইসলাম ও আমজাদ আলী, ইউডিসি উদ্যোক্তা ও নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ইউনিয়ন ওয়ার্কার লিপা মোনালিসা প্রমুখ।

এসময় কমিটির সদস্য সেবুনা আক্তার, সাবিনা, আকলিমা বেগম, মুক্তা বেগম, মাকসুদা বেগম, তাসলিমা খাতুন, শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন রনিসহ স্বপ্ন প্রকল্পের আওতায় পাঠাকাটা ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন করে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এ তথ্য মতে উপজেলার মোট ৩২৪ জন নারীকে স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীর আওতাভুক্ত করা হয়েছে।