র্যাবের অভিযানে পীরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২০:০৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

র্যাব-১৩ রংপুরের অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুরের একটি আভিযানিক দল পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের শফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে রংপুর-ঢাকাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় একটি মাইক্রোবাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
একই সঙ্গে মাদক কারবারি রিফাত মিয়া (১৯), পিতা আব্দুল আজীজ ও মাতা খাদিজা বেগম, গ্রাম শাখাতী, ১নং ওয়ার্ড, কালিগঞ্জ, লালমনিরহাটকে আটক করা হয়।
আটক মাদক কারবারিকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
