‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এনসিপি নির্বাচনকে বানচাল করতে চায়’
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:৪৫ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এনসিপির নেতাকর্মীরা বলছেন সংস্কার এবং বিচার না হলে তারা নির্বাচনে যাবেন না এবং এর আগে নির্বাচন হলে বয়কট করবেন। তারা বিভ্রান্তিমূলক ব্যক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন।
শুক্রবার বিকাল ৫টায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়, চিনিশপুরস্থ বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজিত সভায় বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন এসব মন্তব্য করেন।
তিনি বলেন- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হবে এবং দেশের জনগণও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। দেশের জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। যদি নির্বাচন হয়ে যায় তবে তাদের পটপাঠ বিদায়। তারা এইও বুঝে গেছে নির্বাচনে একটি আসনও পাবে না এবং তাদের জামানত থাকবে না। এটা বুঝতে পেরে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা নির্বাচনকে বানচাল করতে চায়।
এনসিপি সরকারের সাথে আপোষ করে সরকারি স্বাদ নিচ্ছে, সরকারি সুযোগ—সুবিধা নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, জনগণ যেখানে ১৬ বছর ভোট দিতে পারেনি, এই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি। এর পরেই শুরু হয়েছে ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র করছে তাদের জামানত থাকবে? তিনি এই প্রশ্ন তোলেন।
নির্বাচনে জনগণ যে রায় দিবে, আমরা তা মেনে নেব। কিন্তু আপনারা ভোটে না এসে আবোল তাবোল অযৌক্তিক তালবাহানা করে নির্বাচনকে প্রলম্বিত করবেন, দীর্ঘায়িত করবেন এবং বানচাল করা ষড়যন্ত্র করবেন। বাংলাদেশের মানুষ যেমন কাঁদার মতো নরম, আবার পাথরের মতো শক্ত হতে পারে। নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে—এটাই জনগণের চাওয়া।
এ সময় নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, এম.এ. জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
