রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ: জাহিদুল ইসলাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৫:০৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

২৪-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিল, রাজনৈতিক দলগুলোর ভেতরে সে বিষয়ে সৎ ইচ্ছা দেখা যায়নি। ঐক্যমত কমিশনের বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো আবারও নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা করতে চাইছে। অথচ গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে কাঠামো তৈরি হয়েছে, সেটিকে ভেঙে নতুন কাঠামো দাঁড় করানোর কথা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলন যারা সংগঠিত করেছিল, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।’

শিবির সভাপতি বলেন, ‘রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশকে স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত করছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা—বাংলাদেশ একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাক।’

এর আগে, শিল্পকলা মিলনায়তনে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আনিসুর রহমান।

উল্লেখ্য, অনুষ্ঠানে সাত শতাধিক এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।