শিক্ষক ও পল্লী চিকিৎসককে লাঞ্ছিতের অভিযোগে বেত্রাঘাত ও অর্ধলক্ষ টাকা জরিমানা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬:২৩ | অনলাইন সংস্করণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের ওপর হামলার ঘটনায় কৃষক দলের সহ-সভাপতি মো. ইদ্রিস মুন্সীকে প্রকাশ্যে ২৫ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাত আটটার দিকে রূপদোন আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শত শত মানুষের উপস্থিতিতে এই রায় কার্যকর করা হয়।
সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাঁঠালতলী ইউপির সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন সিকদারসহ আরও অনেকে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ জুলাই ইদ্রিস মুন্সীর মা অসুস্থ হলে অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের কাছে চিকিৎসার অনুরোধ করা হয়। তবে তিনি অসুবিধার কারণে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত ভেঙে দেয়। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ নিয়ে থানায় মামলা হলে পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তারের চেষ্টা চালায়।
স্থানীয়দের দাবি ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত জনসম্মুখে সালিশ ডাকা হয়। বৈঠকে দোষ স্বীকার করে ইদ্রিস প্রকাশ্যে শাস্তি মেনে নেন।
বিজয় কৃষ্ণ হালদার বলেন, ইদ্রিস আমার ছাত্র। প্রকাশ্যে ভুল স্বীকার করেছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এতে আমি ন্যায়বিচার পেয়েছি।
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ইদ্রিসের বিরুদ্ধে মামলা রয়েছে। সালিশ যাই হোক, আইনের প্রক্রিয়া চলবে। আপস-মীমাংসার বিষয়টি আদালত বিবেচনা করবে।
ইদ্রিস মুন্সী বলেন, আমি বড় ভুল করেছি। বিএনপি নেতাদের সালিশে বিষয়টি মীমাংসা হয়েছে।
