ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬:৪২ | অনলাইন সংস্করণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দেওয়ায় প্রাণনাশের হুমকি পেয়েছেন এক সোর্স। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবার। মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে তিনি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায়। বর্তমানে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
অভিযোগে জানা গেছে, সীমান্তবর্তী হওয়ায় ফুলবাড়ী উপজেলায় হাতের নাগালেই মাদক পাওয়া যাচ্ছে। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মাদকের আখড়া। এতে কিশোর-যুবক ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
প্রশাসনকে নিয়মিত তথ্য সরবরাহ করে আসছেন কয়েকজন সোর্স। এতে বিড়ম্বনায় পড়েছেন মাদক চোরাকারবারিরা। একদিকে পুলিশ ও বিজিবির অভিযান, অন্যদিকে তরুণদের মাদকবিরোধী তৎপরতায় সীমান্ত এলাকায় কিছুটা সচেতনতা তৈরি হয়েছে।
ফুলবাড়ীর বেড়াকুটি এলাকার আহাদ আলী ও শাহিন আলম জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী গাঁজা ও ফেনসিডিল পাচার করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। পাশাপাশি কিছু চিহ্নিত বাড়িতে দিনের বেলা প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অবাধে মাদক বিক্রি চললেও প্রশাসনকে তথ্য দেওয়া যুবকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে ব্যবসায়ীরা। তাদের পরিবারকে প্রাণনাশ ও অপহরণের হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী মোস্তাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি জানান, গত বৃহস্পতিবার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া সীমান্তের ৯৪৭ নম্বর মেইন পিলারের পাশে প্রচুর পরিমাণ মাদক পাচারের খবর পান। বিজিবিকে খবর দিলে তারা উৎপেতে বসে। বিজিবি উপস্থিত হওয়ায় পাচারকারীরা পালিয়ে যায়। এরপর থেকেই তিনি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে তিনি থানায় চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ফুলবাড়ী মাদকবিরোধী কমিটির আহ্বায়ক ডা. শাহাদত হোসেন বলেন, এলাকায় ভয়াবহভাবে মাদক ছড়িয়ে পড়েছে। তরুণ সমাজ ধ্বংসের পথে। সম্প্রতি জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে আমরা মাদকবিরোধী বৈঠক করেছি। দ্রুত নিয়ন্ত্রণ না করলে ফুলবাড়ীর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে এবং অভিযান চলছে। ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
