সিরাজগঞ্জে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। তারা হলো, সদর উপজেলার ঠাকুর টেক বনবাড়িয়া হাটখোলা গ্রামের আকাশ শেখ (১৮) ও পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আসিফ হোসেন (১৯)।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়াবাসহ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।