শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশ-ইন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার দিবাগত রাত ৫টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার শালকোনা সীমান্তে পুশ-ইন করে।
পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন—খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।
শার্শা থানা সূত্রে জানা যায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটির সময় সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা জানান, বিএসএফ তাদের তারকাটা পেরিয়ে এপারে পাঠিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
শাহিন শেখ জানান, তিনি ও তার ভাই দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ আগস্ট সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফ-এর হাতে তুলে দেয়। কয়েকদিন বিএসএফ ক্যাম্পে আটক রাখার পর শুক্রবার রাত ৫টার দিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তবে তাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে তিনি বলেন, “আমরা তাকে চিনি না, বিএসএফ ক্যাম্পে আমাদের পরিচয় হয়।”
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শালকোনা সীমান্ত দিয়ে রাতে পুশ-ইনের ঘটনা ঘটেছে। এ কারণে সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।
