নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:০৫ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

জুলাই-আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষিত হওয়ার এবং দক্ষ কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বপন।

শনিবার (১৬ আগস্ট) নোয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বেগমগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহম্মেদ।

কামরুজ্জামান চৌধুরী দেশ পরিচালনার জন্য কর্মঠ, সৎ, যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে। একই সঙ্গে তিনি নোয়াখালী ও বেগমগঞ্জের উন্নয়ন, সমস্যাবলি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, চৌমুহনী কলেজে অধ্যক্ষ আবু সিনা সৈয়দ তারেক, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ভূমি কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির উদ্দিন হারুন, নাসিমুল গনি চৌধুরী মহল, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহবুদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা নাসিম আলী আখন্দ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদ-শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, উপজেলার সরকারি কর্মকর্তা প্রমুখ।