সিরাজগঞ্জে বাহাদুরের ঘাট ব্রিজের নির্মাণ কাজ শেষ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২১:৩৮ | অনলাইন সংস্করণ
এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে কাজিপুর উপজেলার চরাঞ্চলে বাহাদুরের ঘাট ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার চরাঞ্চলের নাটোয়ারপাড়া ইউনিয়ন ও চরগিরিশ ইউনিয়ন ভায়া রঘুনাথপুর বাজার সড়কের (বাহাদুরের ঘাট) জনস্বার্থে এ ব্রিজ নির্মাণের জন্য সরকার ২০২২/২৩ অর্থ বছরে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করে। এ দরপত্রে সরকারি বিধিমতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হন।
কাজিপুর উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েতুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে এ ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। এ কাজ শুরুর কিছুদিন পর ব্রিজের ডিজাইন ও দৈর্ঘ্য নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। পরবর্তীতে এলজিইডির সে সময়ের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান এবং সিরাজগঞ্জ এলজিইডির সে সময়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ওই ব্রিজ নির্মাণ এলাকা পরিদর্শন করেন। এ পরিদর্শনে ব্রিজটির দৈর্ঘ্য ৯৬ মিটার থেকে ২১০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজ নির্মাণের নির্দেশনা দেয়া হয় এবং নির্মাণ কাজে কিছু ব্যয় বরাদ্দ বাড়িয়ে দেন।
চরাঞ্চলে এ ব্রিজ নির্মাণ কাজে নানা রকম সমস্যার সৃষ্টি হলেও এলজিইডি নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। উপজেলা প্রকৌশল বিভাগ কঠোর তদারকি করেছে এবং এ প্রকল্পের কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন।
এর আগে, তৎকালীন সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম এ প্রকল্পের কাজও দেখাশোনা করেছেন। এ কারণে এ প্রকল্প বাস্তবায়নে কোন অনিয়ম দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি। ইতোমধ্যেই এ প্রকল্পের কাজ প্রায় ৯৯% শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বর মাসে এ ব্রিজ উদ্বোধন করা হবে। তবে এ ব্রিজের উপর দিয়ে ইতোমধ্যেই চরাঞ্চলবাসীর চলাচল শুরু হয়েছে।
এ ব্রিজটি নির্মাণ হওয়ায় চরাঞ্চলের কাজিপুর, বগুড়ার ধনট, শেরপুর, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের যোগাযোগ বাড়তে শুরু করছে। বিশেষ করে তারাকান্দি সার কারখানার সাথে এ অঞ্চলের ব্যবসায়ীদের যোগাযোগে সময় ও আর্থিক ব্যয় কম হবে এবং ওই সড়ক যোগাযোগেও চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দুঃখ কষ্টও দূর হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, অল্পদিন হলো এ জেলায় যোগদান করেছি। তবে চরাঞ্চলে ওই ব্রিজ নির্মাণ প্রকল্প কাজের বিষয়ে জেনেছি। এ ব্রিজ নির্মাণ হওয়ায় চরাঞ্চলবাসীর দুঃখ দুর্দশা দূর হয়েছে এবং উন্নয়নের পথ আরো এক ধাপ এগিয়ে চরাঞ্চলবাসী। আগামী ডিসেম্বর মাসে এ ব্রিজ উদ্বোধন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
