তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ সফলভাবে উদযাপিত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) অমিত পন্ডিতের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার মৎস্যজীবিগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।