শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০:২৭ | অনলাইন সংস্করণ

  শেরপুর জেলা প্রতিনিধি

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ –এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন, শেরপুর ও মৎস্য অধিদপ্তর, শেরপুর-এর যৌথ উদ্যোগে এ সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শাহীন ও শেরপুর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি কাকন রেজা।

উদ্বোধনী দিনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যচাষিদের মধ্যে পরামর্শ ও প্রণোদনা প্রদান, আলোচনা সভা, প্রচার-প্রচারণা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম।

বক্তারা বলেন, দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে “মাছে ভাতে সমৃদ্ধ বাংলাদেশ” গড়ে তোলাই এ সপ্তাহের মূল উদ্দেশ্য। একইসঙ্গে অভয়াশ্রম স্থাপন, নদী ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং টেকসই মৎস্যচাষে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, “মৎস্য খাত আমাদের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকা শক্তি। দেশি মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষ নিরাপদ পুষ্টি পাবে। এজন্য প্রত্যেককে সচেতনভাবে মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”

জাতীয় মৎস্য সপ্তাহকে ঘিরে শেরপুর জেলায় সর্বত্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিস্তারে কার্যক্রম পরিচালনা করা হবে।