দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কসবায় মানববন্ধন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২১:১৪ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কসবা প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন হয়।
এতে কসবা ও আখাউড়া প্রেসক্লাবের সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনকে প্রত্যাহারেরও দাবি করা হয়।
অনুষ্ঠানে কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন, যুগান্তর-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল আহমেদ, কসবা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রুবেল আহমেদ, মাই টিভির কসবা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এনটিভির কসবা-আখাউড়া অনলাইন প্রতিনিধি সাইদুল ইসলাম, কসবা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল)-এর সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা শহিদুল খাঁ এবং রাজু আহমেদ প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।
