পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২১:৩৫ | অনলাইন সংস্করণ

‘অভয়াশ্রম গড়ে তুলে, দেশী মাছে দেশ ভরি’—এই স্লোগানকে সামনে রেখে পটিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, পুকুরে পোনামাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে পটিয়া উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রকৌশলী কমল কান্তি পাল, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবউদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন ও রেঞ্জ কর্মকর্তা এমদাদ হোসেন। এতে আরও যোগ দেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ ও আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা গাজী মো. মনির, আবছার উদ্দিন, মফিজুর রহমান, গোলাম হোসনে নান্নু, আবুল হোসেন, মিজানুর রহমান, আলমগীর আলম, জাহেদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই; কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন এবং মৎস্যচাষি সাজ্জাদুল আলম সেলিম, মো. আবছার ও ইদ্রিস।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষি হিসেবে আবছার উদ্দিন, লোকমান ও এনামুল করিমকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।