রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারিকে জরিমানা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে রাজশাহীতে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। এ সময় ‘বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারি’ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ বা নবায়ন না করে ওই বেকারি চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন-বিক্রি করছিল। একইসঙ্গে পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করছিল বলে জানা গেছে।

‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটির ওপর জরিমানা আরোপ করা হয়। একই সঙ্গে গুণগত মানসনদ না পাওয়া পর্যন্ত সব ধরনের উৎপাদন ও বিক্রয় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। বিএসটিআই রাজশাহী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।