‘পিআর পদ্ধতির কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে একটি দল’

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৮টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অথচ একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়েছে। এ দেশের লক্ষ লক্ষ বিএনপি'র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পুড়িয়েছে তার কোন হিসাব করে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিচার করবো আমরা।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নয় মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা কর্মীদের মাসের পর মাস আয়না ঘরে রেখে নির্যাতন করেছে একটা লোকও আন্দোলন থেকে সরে যায় নাই। বিএনপি পুড়ে পুড়ে আজ খাঁটি সোনা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আহবায়ক আব্দুস সাত্তার-এর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল হক পাটোয়ারী সাজু, আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা শ্রমিক দল কার্যালয় হতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোলচত্বরে এসে শেষ হয়।