কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা নারীদের সক্ষমতা বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁন পাড়া উচ্চ বিদ্যালয়ের জেলা পরিষদের অর্থায়নে ৪০ জন দরিদ্র বেকার যুব মহিলা প্রশিক্ষণার্থীদের সমাপনী শেষে তাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
সমাপনী ও বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তানজিন বিন ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
