তিস্তা নদীর ভাঙন রোধে নদী তীরবর্তীদের মানববন্ধন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:৪৩ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নদী তীরবর্তী এলাকাবাসী তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার নদী তীরবর্তী এলাকার শত নারী,পুরুষ, তরুণ ও তরুণী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, “মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঙছে জমিজমাও নদীতে চলি গেছে, এল্যা মুই মাইনস্যের জমিত বাড়ি করি আছং, মুই কোন ইলিপ স্লিপ চাং না, হামার নদীর ভাঙন বন্ধ করি দিলে ছাওয়াপাওয়াক নিয়ে ভালো করি থাকব্যাং পাইলং হয়।”
হতাশা নিয়ে ছকিনা বেগম বলেন, “তিস্তা নদীর ভাঙন থাকি সরকার হামাক বাচাউক, না হইলেও জিও ব্যাগ ফেলি নদী বান্দি দিলে হামরাগুলে চলিফেরি খাবার পাইলং হয়।”
ইতিমধ্যে এ বছর ভাঙ্গনে শত- শত ঘর বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ ভাঙন কবলিত পয়েন্টের পাশে পানি উন্নয়ন বোর্ডের সারি সারি বালু ভর্তি জিওব্যাগ থাকলেও তা ডাম্পিং করছেন না কর্তৃপক্ষ।
মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। বাজেট সাপেক্ষে নতুন ভাঙন কবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।
