চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে ওয়াশরুম থেকে ২ শিক্ষার্থী আটক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে টয়লেটে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দু’জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার রাতে শিক্ষকদের বাথরুমে অবস্থানকালে নৈশপ্রহরী তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে বাইরে থেকে দরজা বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।

ধরা পড়া শিক্ষার্থীরা হলেন টাঙ্গাইলের বায়েজিদ শিকদার আকাশ (২য় বর্ষ) এবং রাজশাহীর এক প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের বিব্রতকর অবস্থায় বাথরুম থেকে বের করে আনা হয়। এতে ইনস্টিটিউট ক্যাম্পাসে হট্টগোলের সৃষ্টি হয়। পরে আকাশকে ছাত্রাবাসের একটি কক্ষে এবং ওই শিক্ষার্থীকে ইনচার্জ জয়নব বেগমের হেফাজতে রাখা হয়।

ইনচার্জ জয়নব বেগম বলেন, “ঘটনার সময় আমি ঢাকায় প্রশিক্ষণে ছিলাম। পরে সহকর্মীরা আমাকে ফোনে বিষয়টি জানান। ইনস্টিটিউটে এসে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। আমরা অভিভাবকদের ডাকার নির্দেশ দিয়েছি। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থী আকাশের বিরুদ্ধে এর আগেও সহপাঠীদের উত্যক্ত করা ও রূঢ় আচরণের অভিযোগ ছিল বলে জানিয়েছেন অন্য শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।