প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

কুমিল্লার পদুয়ায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের একই পরিবারের উমর আলী (৮০), নুরজাহান বেগম (৬৫), আবুল হাসেম (৫০), আবুল কাশেম (৪৫)।

জানা যায়, পদুয়া বাজার-সংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানটি উল্টে গিয়ে ঢাকাগামী প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চারজন যাত্রী প্রাণ হারান। তারা একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 

চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি দল প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বলে জানান তিনি।