ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এক দশক পর জামিনে মুক্তি পেলেন ব্লগার ফারাবী

এক দশক পর জামিনে মুক্তি পেলেন ব্লগার ফারাবী

প্রায় এক দশক পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ জানায়, হাইকোর্ট থেকে জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে ফারাবীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

তার জামিন শুনানিতে আইনজীবীরা যুক্তি দেন, মামলার অন্য আসামিদের স্বীকারোক্তিতে ফারাবীর নাম নেই, কোনো প্রত্যক্ষ সাক্ষীও তার সম্পৃক্ততার প্রমাণ দেননি। দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার বিষয়টিও আদালত বিবেচনায় নেয়।

রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলেও চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় হাইকোর্টের জামিন বহাল থাকে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। পরে তিনি হাইকোর্টে আপিল করেন।

ব্লগার ফারাবী,জামিনে মুক্তি,এক দশক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত