‘পরিবারের সমর্থন অনুযায়ী জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে’

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:০৪ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

“সমাজ শিক্ষার্থীদের ফলো করে, তোমরা সমাজের আদর্শ”— মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সামছুল ইসলাম। তিনি বলেন, কেউ যদি লেখাপড়ার পাশাপাশি জীবনে ভালো কিছু করতে চায়, তবে অবশ্যই নিয়মিত ও মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে।

শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে গ্র্যাজুয়েট ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামছুল ইসলাম আরও বলেন, পরিবারের সমর্থন অনুযায়ী জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে, উদ্দেশ্য নির্ধারণ করে সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে। হতাশা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা সমাজের আদর্শ, সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে। কখনো মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, কারণ শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউছুফ স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েব আমীর অধ্যক্ষ সাইয়েদ আহম্মেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন ভূঁইয়া, চৌমুহনী কলেজের প্রফেসর সফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং ক্লাবের উপদেষ্টা সদস্যরা।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পর্যায়ে ৩৪ জন এবং এইচএসসি পর্যায়ে ১০ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।