মানিকগঞ্জে মাদরাসার সীমানা ভাঙার অভিযোগ, আতঙ্কে শিক্ষার্থীরা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাসের (হিজুলি) সীমানা বেড়া জোরপূর্বক ভেঙে ফেলা ও আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় রমজান, কায়েফ ও ডালিম মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জন বখাটে মাদরাসা বন্ধ থাকার সুযোগে বাঁশের তৈরি অস্থায়ী সীমানা বেড়া ভেঙে ফেলে। জমির ভেতরে নতুন লাগানো চারা গাছ রক্ষার জন্য বেড়াটি দেওয়া হয়েছিল।

ঘটনার সময় আবাসিক শিক্ষার্থীরা নামাজ শেষে ক্যাম্পাসে ফিরে এসে এ দৃশ্য দেখে প্রতিবাদ জানালে হামলাকারীরা দা, বটি ও শাবল নিয়ে ভবনের তিনতলায় উঠে যায়। তারা শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করলেও দরজা বন্ধ করে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলে।

আবাসিক শিক্ষার্থী আবিদ, আল আমিন ও মাহমুদ জানান, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন।

অধ্যক্ষ আতিকুর রহমান বলেন, “মাদরাসার অস্থায়ী সীমানা বেড়া ভেঙে ফেলা অত্যন্ত অনুচিত কাজ। তারা হয়তো অযথা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।”

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, “অধ্যক্ষ অভিযোগ দিয়েছেন। তদন্তের জন্য আমাদের টিম ঘটনাস্থলে যাবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।