চাঁদপুরে কিশোর আল আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:৫৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে কিশোর আল আমিন হোসেন তুহিন হত্যাকাণ্ডের প্রধান আসামি তোরাবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
শুক্রবার রাতে শহরের কালিবাড়ী এলাকা থেকে আল আমিনের বন্ধু তোরাবুর রহমানকে আটক করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১২ জুলাই রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের লেকপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ওই সময় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয় আল আমিন। তাকে মারধর করে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। পরে গ্যাংয়ের সদস্যরাই তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন পৌরসভার মুমিনপাড়া এলাকার রমজান আলীর ছেলে। পরিবারের অভিযোগ, আল আমিনের শরীরে জখমের চিহ্ন ছিল, চোখের পাশে রক্তাক্ত ক্ষত এবং হাতে আঘাতের দাগ পাওয়া যায়।
ঘটনার পর আল আমিনের বাবা রমজান আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “পলাতক আসামি তোরাবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।”
