রংপুর মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা, সেবার মানোন্নয়নে আশ্বাস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৮:১১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়, চিকিৎসক নিয়োগ ও পদায়নসহ স্বাস্থ্যখাতে কোনো অনিয়মকে বরদাস্ত করা হবে না। এজন্য সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যখাতে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, সরকার দ্রুত সময়ে ডাক্তার নিয়োগের জন্য বিশেষ বিসিএসের ব্যবস্থা করেছে। পাশাপাশি সাড়ে তিন হাজার নার্স নিয়োগের সুপারিশও করা হয়েছে।

সিন্ডিকেট ইস্যুতে তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতের সিন্ডিকেট দীর্ঘ দিনের সমস্যা। এটি সরকারের একার পক্ষে দূর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। সবচেয়ে বড় কথা হলো অনিয়ম দূর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি আত্মসংস্কারও জরুরি।’

তিনি আরও জানান, ই-জিপির মাধ্যমে হাসপাতাল সরঞ্জাম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে সিন্ডিকেট ও অনিয়ম অনেকাংশে কমে যাবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এজন্য সরকার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে না হলেও পরবর্তী সরকার এ কাজ বাস্তবায়ন করবে।

করোনা মহামারিতে চিকিৎসাসেবায় নিয়োজিত হয়ে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "তাদের অবদান ভোলার নয়। তবে যারা সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের উন্নয়নের জন্য প্রত্যেককে ভাবতে হবে—আমি কী করছি।"

রংপুর শিশু হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, এটি চালু না করার কোনো কারণ নেই। তবে এজন্য প্রয়োজন জনবল ও যন্ত্রপাতি, যা আগের সরকার পরিকল্পনা করেনি। বিষয়টি মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মো. আবু নাইম প্রমুখ।

এর আগে তিনি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।