রংপুরে ট্রাক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর রিজিয়নের হাতীবান্ধা হাইওয়ে থানা শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, হাতীবান্ধা এলাকায় একটি মাদকসহ ট্রাক আসছে। পুলিশ সিগন্যাল দিলে চালক ও সহযাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর ট্রাকের তল্লাশিতে বালুর মধ্যে লুকানো চারটি বস্তার মধ্যে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম মাহিন মোহাম্মদ (পিতা: সুরুজ, বগুড়া সদর) এবং মোহাম্মদ শোয়াইব হোসেন (থানা: বগুড়া সদর)। তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয় জনগণকে মাদক প্রতিরোধে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।