সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯:২৭ | অনলাইন সংস্করণ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক আমির হোসেন বাবু (৫৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কাজিপুর উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের বাসিন্দা এবং বেলতৈল এলাহী বক্স রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, বৃহস্পতিবার সকালেই প্রধান শিক্ষক স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশায় যাচ্ছিলেন। পথে রৌহাবাড়ী চারমাথা এলাকায় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।