রাজবাড়ীতে বিএনপির কর্মীসভা: ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে শনিবার (২৩ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ভার্চুয়ালি বক্তব্য রাখেন একটি কর্মীসভায়, যেখানে রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে আলোচনা করা হয়।

বিকেলে রাজবাড়ী পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ড্রাই আইস ফ্যাক্টরির মাঠ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সভাপতি, জেলা বীর মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ তার ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পাবে। দেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য দূর হবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।

এসময় নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং পরে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।