এনসিপির কেন্দ্রীয় নেতার ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির মানববন্ধন, রুমিন ফারহানার সমর্থকদের অবরোধ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২০:৫৯ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সমন্বয়ক আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম বলেন, আক্কাস মীর, শরিফ মামুন বাতেন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, আসাদুজ্জামান খোকন, জয়ন্তী বিশ্বাস, খায়রুল ইসলাম, মুজিবুর ও ইঞ্জিনিয়ার ডামিল।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। নির্বাচন কমিশনের শুনানীস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছে। জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই।

বক্তারা আরও বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি। এ দাবি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জনস্বার্থ। তাই এ দাবির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সকল অপচেষ্টা রুখে দেওয়া হবে। এই ফ্যাসিবাদী আচরণ চাইনা। আমরা চাই, এটি সুষ্ঠু নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হোক। কোনো উচ্ছৃঙ্খল দলকে ক্ষমতায় দেখতে চাই না। বিএনপি যে পথে হাঁটছে নির্বাচন কমিশনও তাদের সাথে সুর মিলিয়ে তাদের কথায় কথা বলছে। আমাদের মনে হচ্ছে নব্য ফ্যাসিস্টদের ক্ষমতায় বসানোর পাঁয়তারা চলছে। তাই আগামী নির্বাচন এই কমিশনের মাধ্যমে সুষ্ঠু হবে বলে মনে করি না। আমরা মনে করি এই নির্বাচনকে না সাজিয়ে সামনের দিকে নির্বাচনের দিকে এদিকে যাওয়া হবে আরেকটি ফ্যাসিস্ট তৈরি করা। সংস্কার হতে হবে, বিচার হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানান। অন্যথায় এদেশেরর মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সমন্বয়ক আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম বলেন, আক্কাস মীর, শরিফ মামুন বাতেন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, আসাদুজ্জামান খোকন, জয়ন্তী বিশ্বাস, খায়রুল ইসলাম, মুজিবুর ও ইঞ্জিনিয়ার ডামিল।

এদিকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বিরুদ্ধে রুমিন ফারহানার উপর হামলার অভিযোগ এনে রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথমগেইট এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রুমিন ফারহানার সমর্থকেরা। এসময় তারা আতাউল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।