সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২১:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক আহমেদ।
তিনি বলেন, ১৮ আগস্ট সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়ন-এর ব্যানারে কিছু শ্রমিক কর্তৃক ওই ব্রিজ এলাকায় মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এ সংগঠনের কিছু শ্রমিকরা ভুল বসত এ ঘটনা ঘটিয়েছে। সেইসাথে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় জনসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখিত।
তিনি আরো বলেন, এ শ্রমিক সংগঠনের সকল সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টেদেরকে উদ্দেশ্যে করে যে সকল বক্তব্য দেয়া হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শামসুল আলম, সদস্য আবু তাহের, আলম সেখ, আব্দুল হাকিম, আব্দুস ছালাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সেরাজুল ইসলাম সেরুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
