হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক কারবারি আটক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৫ নং সদর  ইউনিয়নের বাউড়া এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক কারবারীসহ চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স এবং হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের  সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইমদাদুল হক এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার বাউরা এলাকা থেকে মাদক কারবারি লিটন (৫৫), সুমন (২৫), সাগর (২৮) এবং ইয়াসমিন (২১)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১৫৮০০ পিস ইয়াবা সাদৃশ্য মাদক এবং ০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত  দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে  হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক বলেন,মাদকসহ সকল অপরাধ নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। তাই সমাজের সচেতনমহল সহ সংশ্লিষ্টদের সঠিক তথ্য দিয়ে  সহযোগিতার জন্য করছি।