বোয়ালমারীতে সবজির দাম বাড়তি, বিপাকে সাধারণ মানুষ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির উচ্চমূল্যে ভোক্তারা বিপাকে পড়েছেন। অনেকেই আগের মতো পরিমাণে কিনতে পারছেন না, কেউ কেউ আবার খালি হাতেই বাজার থেকে ফিরছেন।

সবজি বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও মৌসুমি সংকটের কারণে উৎপাদন ও সরবরাহ কমে গেছে। এতে বাজারে সবজির দাম হু হু করে বেড়েছে। স্থানীয় সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।

বর্তমানে খুচরা বাজারে আলু কেজি ২৫ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৩০–৪০ টাকা, পটল ৫০–৭০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৮০–১০০ টাকা, লাউ ৫০–৬০ টাকা, কাঁচা কলা ৩০–৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, আমড়া ৩০–৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে কেজি ২০০ টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল ১৪০–১৬০ টাকা। পেঁয়াজ কেজি ৮০ টাকা, রসুন ১০০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা ও টমেটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এসব পণ্যের দাম গড়ে ১০ থেকে ১৫ টাকা কম।

সবজি বিক্রেতা আলী বলেন, ‘বৃষ্টির কারণে এলাকায় সবজির উৎপাদন কমেছে। পাইকারি বাজারেও সংকট রয়েছে। তাই সব ধরনের সবজির দাম বেড়েছে।’

সবজি কিনতে আসা কাকালী নামের এক গৃহবধূ বলেন, ‘দাম এত বেড়েছে যে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। নিম্ন আয়ের মানুষ এখন একেবারেই দিশেহারা।’

একইভাবে স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘আগে এক কেজি কিনতাম, এখন অর্ধেক নিতে হচ্ছে। আয় বাড়েনি, তাই চাহিদা কমিয়ে দিতে হচ্ছে।’