চুয়াডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠক, তিন শিশুসহ ফেরত ৫
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৭:০০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে একই পরিবারের তিন শিশুসহ পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার রাত আটটার দিকে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন— ফরিদপুর জেলার সালথা থানার শালিয়া গ্রামের সেলিম ফকির (৩২), তার স্ত্রী কাঞ্চনমালা (২৬) এবং তাদের তিন মেয়ে সামিয়া আক্তার (৮), সাদিয়া আক্তার (৪) ও সুমাইয়া আক্তার (১)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে স্ত্রীকে চিকিৎসার জন্য সেলিম ফকির তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা কলকাতার পালপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেলিম ফকির শ্রমিকের কাজ করে সংসার চালানোর পাশাপাশি স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
গত রবিবার ভোরে কলকাতা পুলিশ তাদের আটক করে নুনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। পরে রাতেই বেনিপুর সীমান্তের ৬১/৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।
বেনিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ওবায়দুল্লাহ জানান, বিএসএফ কর্তৃপক্ষ বিকেলে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবিকে অবহিত করে। পরে রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস জানান, সোমবার সকালে ফেরত আসা সবাইকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
